Dakbangla.info
প্রযুক্তির ছোয়ায় পরিবর্তন আসবেই
*** • দেশের পথে খালেদা • গাদ্দাফি ও তার ছেলেদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা • আবারো ইউরোপ সেরা বার্সেলোনা • মরনোত্তর চক্ষু দানের ঘোষণা দিলেন মনমোহন সিং দম্পতি • ফিলিস্তিন জাতিসংঘে স্থায়ী সদস্যপদ চাইলে ভেটো দেবে যুক্তরাষ্ট্র • আসছে দেশে তৈরী ১০ হাজার টাকার ল্যাপটপ (দোয়েল) • অর্থের কাছে ক্রিকেটকে বলি দেবেন না: কপিল • কী ধরনের তত্ত্বাবধায়ক সরকার চান জানান: সুরঞ্জিত • ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যায় তদন্ত কমিটি • কম্পিউটার বাজার দরঃ- কম্পিউটার বাজারে দাম কমেছে বেশকিছু পণ্যের। মনিটর ও পেনড্রাইভের বিক্রি বেড়েছে বলে বিক্রেতারা জানান। গতকাল শনিবার পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো— প্রসেসর: ইন্টেল কোর আই৫ (৩.২০ গি.হা) ১৫,৩০০, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,০০০; ইন্টেল কোর আই-৩ ৩.০৬ গি.হা. ৯,৮০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর২.৮ গি.হা. ৫,৩০০; কোর টু কোয়াড-৩.৩৩গি.হা. ১২,৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জি এ৪১ এমটি-ডি-৩ ৪,১০০; জি৪১এমটি-ইএস২ এল ৪,৩০০; জি ৪১এম কমবো ৪,২০০; এইচ৫৫এম-ডিটুএইচ ৬,৫০০ টাকা। ইন্টেল ডিএইচ৫৫পিজে ৬,৮০০, ডিজি৩৩টিএলএম ৭,১০০ টাকা। আসুস পি৫জি-৪১টি-এম৪১০০ ৪,৩০০; জি৪১ ৪,৬০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩,০০০; এইচ৪১ এমএক্সইভি ৩,৩০০; এইচ৫৫ এক্সভি ৫,২০০ টাকা। র্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ১,৯০০, ২ গি.বা. ডিডিআর-৩ ১,২০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ৩২০ গি.বা. ৩,০০০; ৫০০ গি.বা. ৩,৪০০ টাকা। হিটাচি ১ টেরাবাইট ৪,৬০০; ২৫০ গি.বা. ২,৫০০; ৫০০ গি.বা. ৩,৫০০;। পেনড্রাইভ: অ্যাপাসার ৪ গি.বা. ৬৫০, ৮ গি.বা. ১০০০ থেকে ১,৬০০। এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ ৮,২০০; ১৮.র্৫র্ ৮,১০০; ২র্০র্ ১০,৫০০; ২১.র্৫র্ ১৩,৮০০; ২৩.র্৫র্ ২৫,৫০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৮,০০০টাকা।ডেল ১৮.র্৫র্ ৭,৯০০ টাকা।এলজি ১৮.৫র্ র্ ৭,৯০০; ১৭র্ র্ ৭,৪০০; ২১.৫র্ র্ ১৩,৫০০ টাকা। হাইউন্দাই এলসিডি; ১র্৯র্ ৮,৮০০; ২র্৭র্ ২৯,৩০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচ ডি-৫৫৭০ ১গি.বা. ৫,৫০০, এক্সএফএক্স এইচ ডি-৫৬৭০ ১গি.বা.৬,২০০ টাকা। আসুস: ২৫৬ মেগাবাইট ৪,০০০, এক্সএফএক্স এইচডি৪৫৫০ ১ গি.বা. ৪,৭০০, এইচডি৫৮৫০ ৭২৫ গি.বা. ১০,১০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ৫২x২৪x৫২এক্স ১,৫০০ টাকা।আাাসুস ৫২x৩২x৫২এক্স ১,৮০০ টাকা।সনি ডিভিডি-আরডব্লিউ ১,৭০০ টাকা। কেসিং: ১,৪০০ থেকে ৩,৬০০ টাকা। মাউস: ২৫০ থেকে ৩০০০ টাকা। কি-বোর্ড: সাধারণ ৩৫০ থেকে ১,৫০০ টাকা। মাল্টিমিডিয়া ৫৫০ টাকা। স্পিকার: মাইক্রোল্যাব (২:১) ১,৩০০ থেকে ৩,৬০০ টাকা।ক্রিয়েটিভ এসবিএস ৮০০ টাকা। গোল্ডেন ব্রিজ এফটি৮০৫ (২:১) ১,৩০০ টাকা। মডেম: মোবিডেটা ইডিজিই ২,৪০০; এইচএসডিপিএ ৩,০০০ টাকা। জিপিআরএস: টেকনো টিএম০০৮ ২,১০০ টাকা। মোবিডাটা ২,১০০ টাকা (ইউএসবি)। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ২,৬০০; এক্সটারনাল ডাব্লিউ৭ ৪,৪০০ টাকা।রিয়েলভিউ আরভি ১,৭০০ টাকা।প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি-২৭৭২ ২,৮৫০ টাকা। এইচপি১৬৬৬ ডেস্কজেট ৫,৫০০ টাকা। এপসন টি৬০ ১২,০০০ টাকা। এইচপি লেজার পি-১১০২ ৮,৪০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৮,৭০০ টাকা। স্যামসাং এমএল ১৬৬৩ (লেজার) ৫,৬০০। ডেল ৮,৯০০ থেকে ২১,০০০ টাকা। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা ৫,০০০; ৩২০ গি.বা ৪,১০০; ৬৪০ গি.বা ৬,৩০০, ২ টেরাবাইট ১২,২০০ টাকা। এডেটা ৫০০ গি.বা. ৪,৫০০। ইউপিএস: কেষ্টার ৬৫০ ভিএ ২,৬০০; ১২০০ ভিএ ৪,৪০০ টাকা , ৩কেভিএ ৩৬,০০০ টাকা, ১০ কেভিএ ১,০৫,০০০টাকা। —সংগ্রহ:;;;;; *****
শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১
বাংলা ডিকশনারী মোবাইলের জন্য
সাধারণত মোবাইলে কোন এপ্লিকেশন ইন্সটল করতে গেলে কম্প্যাবিলিটি নিয়ে সমস্যা দেখা দেয় মানে সকল মডেলের মোবাইল ফোনে সকল ধরণের সফটওয়্যার ইন্সটল হয় না। আমার দেওয়া এই সফটওয়্যারটি তৈরী করেছেন বাংলাদেশের ব্যক্তি মো: ওয়ালিউল ইসলাম মন্ডল ভাই যা সকল ব্র্যান্ডের জাভা সমর্থিত মোবাইলফোনেই চলে তাই এটি ব্যবহার স্বস্তিদায়ক।
মোবাইলে বাংলা ডিকশনারী থাকলে বিভিন্ন সময় তা আমাদের প্রয়োজনে সাহায্য করতে পারে। অত্যন্ত ব্যবহারবান্ধব এই ডিকশনারীটি আপনি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিতে পারেন।
ডাউনলোড লিংক এখানে
মোবাইল ফোনকে রিমোট কন্ট্রোলার রূপে ব্যবহার করুন
মোবাইল ফোনকে ব্যবহার করুন কম্পিউটারের রিমোট কন্ট্রোলার রূপে । উপরের শিরোনামটি দেখে নিশ্চয়ই ভাবছেন এ কিভাবে সম্ভব? হ্যা নিশ্চয়ই সম্ভব।তবে এর জন্য আপনার প্রয়োজন হবে একটি Bluetooth যুক্ত ফোনসেট ও একটি Bluetooth ডিভাইস। তাহলেই আপনি আপনার ফোনসেটটি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন রিমোট কন্ট্রোলার রূপে। এ জন্য প্রথমে
এই ঠিকানা
থেকে BluetoothRemoteControl.exe ফাইলটি ডাউনলোড করে নিন, তারপর আপনার কম্পিউটারে উক্ত সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু করে install phone client নামের ট্যাবে করলে যে উইন্ডো খুলবে, সেখান থেকে আপনার ফোনে জাভা সফটওয়্যারটি ইন্সটল করুন। এরপর আপনার ফোনে এবং কম্পিউটারে প্রোগ্রামটি চালান এবং কম্পিউটারে select phone ট্যাবে ক্লিক করুন। সার্চ করে আপনার Bluetooth-এর নাম পেয়ে গেলে Finish-এ ক্লিক করুন।এরপর connect to phone ট্যাবে ক্লিক করে সংযুক্ত হন।
মোবাইলের আসল-নকল চেনার সহজ উপায়
আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপেরমাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#০৬# চাপুন সঙ্গে সঙ্গে ১৫ সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্টআইডেনটিটি নাম্বার আসবে। এখন সপ্তম এবং অষ্টম নাম্বারের দিকে খেয়াল করুন। যদি ৭তম এবং ৮তম ০২ বা ২০ হয় সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, ০৮ বা ৮০ হয়ে থাকে তবে হ্যান্ডসেটটির কোয়ালিটি হবে মানসম্মত, ০১বা ১০ হলে খুব ভালো, ০০ হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং ১৩ হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটিআপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।
কম্পিউটার হ্যাং হবার ১২টি কারণ সমন্ধে জেনে নিন
সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। কম্পিউটার হ্যাং হয় নাই এমন লোক আছে বলে আমার মনে হয় না। আর যদি কেউ দাবি করে তার কম্পিউটার হ্যাং হয় নাই তাহলে আমার মতে হ্যাং কি তাই সে জানে না। আজকে আপনাদের কম্পিউটার হ্যাং হবার সাধারণ কয়েকটা কারণ সম্পর্কে জানাব। আশা করি আপনারা উপকৃত হবেন। আর কথা বাড়াব না। এখন আসল কথায় আসি।
হ্যাং বলতে কী বুঝায়?
আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে। ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে। আর সে কারণগুলোই এখন বলব।
কম্পিউটার হ্যাং হবার কারণ
* কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক।
* কম্পিউটার র্যামের পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার র্যাম অঞ্চলে। আর এই র্যামের পরিমাণ খম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
* কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।
* প্রসেসরের কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে কম্পিউটার হঠাৎ করে হ্যাং হতে পারে এমনকি এর জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরো ঠিক নাও হতে পারে। কেননা কম্পিউটারের সকল কাজ করে তাকে প্রসেসর।
* অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলেঃ- এছাড়া অন্য কোনো হার্ডওয়্যার কানেকশন অথবা হার্ডওয়্যারে সমস্যা তাকলে কম্পিউটার হ্যাং হতে পারে।
* অপারেটিং সিস্টেমে ত্রুটি তাকলেঃ- অপারেটং সিস্টেমে ত্রুটি বলতে কোনো সিস্টেম ফাইল কেটে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।
* কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলেঃ- সাধারণত এই কারণেই কম্পিউটারে বেশী হ্যাং হয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রয়ই হ্যাং হয়।
* অনেক প্রোগ্রাম একসাথে চালু করলেঃ- হ্যা এটার কারণে সবচেয়ে বেশী কম্পিউটার হ্যাং হয়। মনে করেন আপনার কম্পিউটার র্যাম এর পরিমাণ ১২৮ কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে হ্যাং হওয়াটাই স্বাভাবিক। কেননা তখন কম্পিউটার র্যাম ফোল হয়ে যাবে।
* হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালেঃ- আপনার কম্পিউটার র্যাম যদি কম হয় কিন্তু আপনি যদি হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালান তাহলে কম্পিউটার হ্যাং হয়ে তাকে কেননা তখন র্যাম সম্পূর্ণ লোড হয়ে যায়।
* হাই গ্রাফিক্স সম্পন্ন সফটওয়্যার ব্যাবহার করলেঃ- কম্পিউটার গেইম এর পাশাপাশি কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব উচ্চ গ্রাফিক্স সম্পন্ন। যা সাধারণ কম র্যাম ও কম প্রসেসরের ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে চালনা করলে কম্পিউটার হ্যাং হয়।
* কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলেঃ- এই বিষয়ে আমি এই টিউনে বলেছিলাম। কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে তাকলে ঐ সব ফাইল নিয়ে কাজ করতে কম্পিউটারের অনেক বেশী সময় লাগে। যার করণে কম্পিউটার হ্যাং হয়।
* কম্পিউটারে অতি উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করলেঃ- হ্যা আমরা ভাইরাস হতে মুক্তি লাভের আশায় এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু অনেক সময় কম্পিউটারের মানের কথা না ভেবেই উচ্চ ক্ষমতা ও উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করে তাকি যার কারণে কম্পিউটার হ্যাং হয়।
কম্পিউটারে ভাইরাস থাকলে কিভাবে বুঝবেন?
ভাইরাসের উপস্থিতি টের পাবেন যেভাবে ভাইরাসের সংক্রমন হলেও অনেকেই সেটা টের পান না।তবে একটু মাথা খাটিয়ে কিছু বিষয় খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন আপনার পিসিতে ভাইরাস আছে কি না,যেমন-
১.ভাইরাস থাকলে temp ফাইল মুছবে না।
২. Add or remove programme অপশন থেকে কোন প্রোগ্রাম বাদ দিতে চাইলে বাদ হবে না
৩.আমরা Ctrl+Alt+Delete সাধারনত চেপে টাস্ক ম্যানেজার ওপেন করি।কিন্তু ভাইরাস থাকলে এটি ওপেন হবে না।
৪. Tools /Folder Option থেকে কোন হিডেন ফাইল প্রদর্শন করতে চাইলেও তা প্রদর্শন হবে না।
৫.উইন্ডোজের Registry Editor ওপেন হবে না।
৬.কমান্ড অপশন কাজ করবে না।
Facebook এর মাধ্যমে আয় করার পদ্ধতি
আমাদের সবারই facebook অ্যাকাউন্ট আছে ,বর্তমানে facebook জীবনের একটা অংশ হয়ে দাডিয়েছে আমরা ঘণ্টার পর ঘণ্টা facebook এ সময় দিছি ,এখন আপনি চাইলেই facebook থেকে income ও করতে পারবেন এ জন্য আপনাকে এই linkএ ক্লিক করে fanslave এ একটা অ্যাকাউন্ট করতে হবে...
http://www.fanslave.net/ref.php?ref=69488
নতুন অ্যাকাউন্ট ওপেন করে fanslave এ লগইন করুন
লগইন হলে বামপাশে facebook কানেক্ট এ ক্লিক করে আপনার facebook অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক করুন
এবার আপনি বাম পাশে কয়েকটি facebook like অ্যাড দেখতে পাবেন
অ্যাড এ ক্লিক করে like দিন
আবাবে আপনি দিনে ১০ থেকে ১৫ টি like দিতে পারবেন
ডান পাশে আপনার অ্যাকাউন্ট েবলেঞ্ছ দেথাবে
মাজখানে আপডেট এ ক্লিক করলে আপডেট েবলেঞ্ছ দেখাবে
আপনি আপনার ফ্রেন্ড কে re feral করেও income করতে পারেবেন ,আপনার ফ্রেন্ড কাওকে রেফেরাল করলে ও আপনি তার কমিশন পাবেন তার মানে MLM পধতি
আর 15 ERU হলে payout করতে পারবেন
payout করতে পারবেন paypal এর মাধ্যমে ।
Movie ডাউনলোড করার জন্য একটি দারুন সাইট
ইন্টারনেটে খুঁজলে Movie ডাউনলোডের জন্য প্রচুর সাইট পাওয়া যায়। এগুলির মধ্যে বেশীরভাগই কাজ করে না বা যে সার্ভারে আপলোড থাকে তার লিঙ্কগুলি কাজ করে না।কখনও আবার হয়তো একটি 700 mb এর মুভি যেটি আপলোড থাকা সার্ভার থেকে ফ্রী-সার্ভিস হিসাবে শুধুমাত্র 300 mb ডাউনলোড করার প্যারমিশন থাকে।আবার একটি মুভি Rar ফাইল হিসাবে 7 – 8 টি লিঙ্কের মাধ্যমে পাওয়া যায় এবং 4 – 5 ঘন্টা টাইম দিয়ে ডাউনলোডের পরে ফাইল ওপেন করতে গিয়ে প্যাসওয়ার্ডের প্রবলেম বা Crc Error দেখিয়ে থকে।আমি এই সিমিলার প্রবলেমের মধ্যে দিয়ে দারুন সাফার করেছি এবং এখনও প্রায়ই করতে হয়।আমার সবচেয়ে বেশী ভাল লেগে থাকে যে কোন ফুল মুভিকে avi বা divx ফরম্যাটের একটি ফাইল হিসাবে পেতে।তাই এই রকম একটি দারুন সাইট পেয়ে এই পোস্টটি লিখতে বাধ্য হলাম।one click moviez মুভি ডাউনলোডের জন্য একটি দারুন সাইট।এখানে যে কোন মুভি avi বা divx ফরম্যাটে Dvd কোয়ালিটিতে পাওয়া যাবে এবং এগুলিকে পাওয়া যাবে মাল্টিপ্লাই সার্ভারের মাধ্যমে। Megashare, Filezzz, Youload, Megaupload, Gigasize, 2Share, Depositefiles, Filegetty এছাড়াও আরও অনান্য বেশ কিছু সার্ভারে মুভিগুলি আপলোড থাকে।এখানে A to Z Index এর মাধ্যমে হলিউড এবং বলিউডের মুভি পাওয়া যাবে তবে বলিউডের মুভির সংখ্যা দারুন কম।বিভিন্ন সার্ভারে মুভিগুলি আপলোড থাকলেও একমাত্র Megaupload ছাড়া বাকী সার্ভারগুলিতে কিছু কিছু রেস্ট্রিকশান আছে তাই ডাউনলোডের জন্য Megaupload এর লিঙ্কই ব্যাবহার করা ভাল।
শুক্রবার, ১৭ জুন, ২০১১
এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ
ফেসবুকের নতুন প্রোফাইল হয়তো অনেকেই দেখেছেন। এখন ফেসবুকের প্রোফাইল পিকচার শো করে একটু ভিন্নভাবে। আর এখানেই দেখাতে পারেন আপনার ক্রিয়েটিভিটি। সেটা কেমন এইতো? নিচের ছবি গুলা দেখেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে।
এবার বলি কিভাবে এমন মজার ছবি আপনি বানাতে পারেন।
ফেসবুকে লগ ইন করে যান
এই লিঙ্কে ।
তারপর ক্লিক করুন নিচের মতো।
এখন ভাল কোয়ালিটির একটা ছবি আপলোড করুন।
আপলোড করতে কিছুক্ষন সময় লাগতে পারে।
তারপর নিচের মতো আপনার ছবিটি আসবে।
আপনার ইচ্ছা মতো ছবি স্ক্রল করে বা মাউসের কার্সর দিয়ে ঠিক মতো বসিয়ে done বাটনে ক্লিক করেন।
কিছুক্ষন অপেক্ষা করার পর নিচের মতো ক্লিক করে ঐছবিটি প্রোফাইল পিকচার সেট করুন।
এখন আপনার প্রোফাইলে গিয়ে দেখুন আপনার ক্রিয়েটিভ ছবি!
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।
ডাউনলোড করুন এভিজি ইন্টারনেট সিকিউরিটি ২০১১ [২০১৮ সাল পর্যন্ত মেয়াদ+মিডিয়াফায়ার লিঙ্ক]
এন্টিভাইরাস উইন্ডোজ পিসির একটা must have অনুষঙ্গ। ভাইরাসের সাথে যুদ্ধ আজীবনের। তার সাথে ইদানিং যুক্ত হয়েছে ফিশিং(phishing), ট্রোজান, ম্যালওয়্যার ইত্যাদি। লিনাক্স থাকলে অবশ্য ভাইরাসের সমস্যা নেই, যাকগে সে কথা। এভিজিকে তো অনেকেই চেনেন। আমি আমাদের বাসার কম্পিউটারের পাইরেটেড উইন্ডোজ-এ অবশ্য এভাস্ট লাগিয়ে রেখেছি। ব্যক্তিগতভাবে এভাস্ট পছন্দ করি। যাহোক আজকে নেটে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এভিজির ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ করার ক্র্যাকটি।
আমরা অনেকেই এভিজি ব্যবহার করি। তাদের মধ্যে যারা আগ্রহী, ডাউনলোড করে নিতে পারেন।
প্রথমে এভিজির সাইট থেকে ডাউনলোড করে নিন মূল সফটওয়্যারটি।
এই লিঙ্ক থেকে
তার পর Activation code ডাউনলোড করে নিন
এই লিঙ্ক থেকে
এরপর কোড এপ্লাই করুন। দেখবেন কাজ হয়ে গেছে।
বৃহস্পতিবার, ১৬ জুন, ২০১১
KATRINA KAIF.3gp - 4shared.com - file sharing - download movie file -
KATRINA KAIF.3gp
KATRINA KAIF.3gp - 4shared.com - file sharing - download movie file - <a href="http://www.4shared.com/video/CyMrDw6D/KATRINA_KAIF.html" target="_blank">KATRINA KAIF.3gp</a>
Created By Shobuj Exclusive By kvcmedia.co.cc
রবিবার, ২৯ মে, ২০১১
প্রতি ২০ সেকেন্ডে একটি করে ইয়াহু আইডি তৈরি করুন
আজকে নিয়ে এলাম আপনাদের জন্য এমন একটি সফটওয়্যার যার সাইজ মাত্র
৫১kb কিন্তু কাজ যেন ৫১ গিগাবাইটের মত
তো চলুন দেখে নেই এমন কি কাজ এই সফটওয়্যার টার …..?
ইয়াহু আইডি এখন থেকে পান্তা ভাত …….. যত খুশি তত খুলতে পারবেন ইয়াহু আইডি ……. প্রত্যেকটা ইয়াহু আইডি খুলতে সময় লাগবে ২০ সেকেন্ড ….. কি বিশ্বাস হচ্ছে না ?????????????
নিচের স্ক্রীনশট গুলু দেখুন …….
উপরের ছবির দিখে লক্ষ্য করুন …….. তাহলে বুজতে পারবেন
বিস্তারিত তেমন কিছুই লেখার ছিল না … কারন এই সফটওয়্যার টা ইউজ করা খুবই সহজ ….
তো এবার বানাতে থাকুন ইয়াহু ইমেইল আইডি ………..আনলিমিটেড
ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন
যদি কোন সমস্যা হয় তাহলে জানাবেন ………. সবাই ভাল থাকুন।
উইন্ডোজ এক্সপির পাসওয়ার্ড হ্যাক করুন । প্রথম টিপসঃ
প্রথম টিপসঃ
আপনার উইন্ডোজ এক্সপি স্বাভাবিক ভাবে অন করুন। যখন আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে তখন Ctrl + Alt + Del (দুইবার চাপুন) তাহলে আপনি উইন্ডোজ 2000 মত লগিন স্ক্রিণ দেখতে পাবেন। তখন ইউজার নেইম এ লিখুন Administrator এবং পাসওয়ার্ড বক্সে কিছু না লিখে এন্টার করুন। দেখুন আপনি লগিন করতে পেরেছেন। এবার আপনার ইচ্ছামত ইউজার সেটিং করুন।
নোটঃ কিন্তু যদি উইন্ডোজ সেটাপ দিবার সময় এডমিনিষ্ট্রেটর একাউন্ট এ পাসওয়ার্ড ব্যবহার করা হয় তাহলে এই পদ্ধতি কাজে দিবে নাহ।
এবার তাহলে বলবেন এডমিনিষ্ট্রেটর একাউন্ট কিভাবে হ্যাক করবেন। তাহলে দেখুন দ্বিতীয় টিপস।
উইন্ডোজ এক্সপির পাসওয়ার্ড হ্যাক করুন । দ্বিতীয় টিপসঃ
দ্বিতীয় টিপসঃ
আপনার কম্পউটারটি রিস্টার্ট দিন।
বুট করার সময় F8 বাটন চাপ দিয়ে রাখুন। তাহলে
Windows Advanced Options Menu
দেখা যাবে নিম্নের মত
এখান থেকে “
Safe Mode with Command Prompt
” সিলেক্ট করুন।
এখন নিচের মত অপশন আসবে
এখন আপনার অপারেটিং সিস্টেমগুলোর লিস্ট দেখাবে। এবার আপনি Microsoft Windows XP Professional সিলেক্ট করুন।
এবার নিচের মত উইন্ডোজ এক্সপি সেইফ মোডে লোডিং হবে।
এবার আপনি ইউজার মেনু পাবেন। Administrator এ সিলেক্ট করুন। তাহরে আপনার পাসওয়ার্ড চাইবে। তখন আপনি
Start>Run
এ যান এবং টাইপ করুন
CMD
. এবার কমান্ড প্রমোট ওপেন হবে। এখানে টাইপ করুন
cd C:/Windows/System32
(এখানে C হচ্ছে আপনার হার্ডডিস্কের যে পার্টিশনে সিস্টেম সেটাপ দেয়া আছে সেই ড্রাইভের নাম। আমার ক্ষেত্রে
C
তাই আমি C লিখেছি আপনার ড্রাইড লেটার যা তাই লিখুন।)
এবার আমরা নিরাপত্তার জন্য প্রথমে Logon.Scr এই ফাইলটার ব্যাকআপ নিবো। ব্যাকআপ নিতে হলে টাইপ করুন
Copy Logon.scr Logon.bak
এবার আমরা কমান্ড প্রমোটে লিখবো
copy CMD.EXE Logon.scr
আবার টাইপ করুন
net user administrator NewPass
(এতে করে এডমিনিষ্ট্রেটর একাউন্ডে NewPass পাসওয়ার্ড সেট হবে)
এবার আপনি একটা সফলতার মেসেজ পাবেন। এটার মানে হল আপনার Administrator’s এর পাসওয়ার্ড
NewPass
হিসাবে সেট হয়ে গেছে।
এবার আপনার পিসি রিস্টার্ট দিন। স্বাভাবিক ভাবে যখন পাসওয়ার্ড চাইবে তখন আপনার নতুন পাসওয়ার্ডটি দিন। আর উপভোগ করুন।
উইন্ডোজ এক্সপির পাসওয়ার্ড হ্যাক করুন । তৃতীয় টিপসঃ
তৃতীয় টিপসঃ
এবার আমরা শিখব কিভাবে একটা ইউজারের পাসওয়ার্ড হ্যাক করা যায়।
আপনার কম্পউটারটি রিস্টার্ট দিন।
বুট করার সময় F8 বাটন চাপ দিয়ে রাখুন। তাহলে
Windows Advanced Options Menu
দেখা যাবে নিম্নের মত
এখান থেকে “
Safe Mode with Command Prompt
” সিলেক্ট করুন।
এখন নিচের মত অপশন আসবে
এখন আপনার অপারেটিং সিস্টেমগুলোর লিস্ট দেখাবে। এবার আপনি Microsoft Windows XP Professional সিলেক্ট করুন।
এবার নিচের মত উইন্ডোজ এক্সপি সেইফ মোডে লোডিং হবে।
আপনার কম্পউটার সেফই মোডে চালু হবার আপনি লগিন স্ক্রিণ এ ইউজার নেইমগুলো দেখতে পারবেন। উদাহরণসরূপ: যদি আপনার পিসিতে 2টি ইউজার একাউন্ট থাকে
Administrator
,
Mike
. এখন যদি আপনি “Mike” এর পাসওয়ার্ড রিসেট করতে চান তাহলে administrator একাউন্ট এ পাসওয়ার্ড দিয়ে ঢুকুন। (সাধারনত ডিফল্টভাবে administrator একাউন্ট এর পাসওয়ার্ড ফাঁকা থাকে। যদি সেটাপ দিবার সময় পাসওয়ার্ড না দেওয়া হয়।)
এবার যখন আপনি লগিন করবেন তখন Windows command prompt ওপেন হবে এবার আপনি লিখুন net user এবং Enter চাপুন আপনি সকল ইউজার নেইমগুলো দেখতে পাবেন।
এবার লিখুন net user Mike 123456789 এবং Enter চাপুন।
এটার মানে হল আপনি “Mike” ইউজার একাউন্টের জন্য নতুন পাসওয়ার্ড দিলেন “123456789″এবার আপনি “Mike” এ নতুন পাসওয়ার্ড “123456789″ দিয়ে লগিন করতে পারবেন। এবার লিখুন shutdown -r এবং Enter চাপুন। এতে আপনার পিসি রিস্টার্ট হবে। আর আপনি “Mike” ইউজার লগিন করুন নতুন পাসওয়ার্ড দিয়ে। আল্লাহ হাফেজ।
এবার আনলিমিটেড ফ্রি এস.এম.এস করুন নিজের মোবাইল নম্বর থেকেই !!
ইন্টারনেট থেকে ফ্রি এস এম এস করার সাইট এর অভাব নেই কিন্তু তারা এস.এম.এস ফ্রি দেলেও তাদের সাইট থেকে এস, এম, এস করতে ইচ্ছা করেনা । কারন ওরা এস. এম. এস এর সাথে ওদের সাইট এর এডভারটাইজ এর লিঙ্ক যুক্ত করে দিয়ে থাকে যার ফলে এস. এম .এস এর প্রাপক সহজেই বুঝতে পারে যে এস. এম. এস টি ইন্টারনেট থেকে ফ্রি পাঠানো হয়েছে । আর এসব সাইটে বার বার ঢুকে এস এম এস করতেও ভাল লাগেনা আবার বেশিরভাগ সাইট থেকে মোবাইল দিয়ে এস এম এস করা যায়না। আর এসব সাইট থেকে এস এম এস করলে প্রাপক সহজে বুঝতেও পারেনা যে আপনি তাকে এস এম এস করেছেন কারন আপনার নম্বর তার কাছে দেখাবেনা । কিন্ত এখন থেকে আর ফ্রি এস এম এস করতে ফ্রি এস এম এস সাইটে দওরা দওরি করতে হবেনা , কম্পিউটার থেকেও এস এম এস করতে হবেনা । মোবাইল দিয়ে ই করবেন তাও আবার কোন সাইটে প্রবেশ না করেই একটা ইন্সটেন্ট এস এম এস মেসেঞ্জার দিয়ে প্রতিদিন ১০ টি করে একটি ID দিয়ে এবং এখন থেকে আপনার প্রিয় নম্বরটিই সেন্ডার নম্বর হিসেবে প্রাপক এর কাছে যাবে । সফটওয়ারটির নাম বিনু এস এম এস সেন্ডার । এটি ডাওনলোড এবং ইন্সটল করার প্রক্রিয়া অনেক সহজ তাই ওসব নিয়ে আর কিছু বলতে চাচ্ছিনা ।
তাহলে মনে হয় এখন আপনার মনে প্রশ্ন হল ১০ টি করে প্রতিদিন হলে আনলিমিটেড কিভাবে ? হা আনলিমিটেড ই । আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে একবার একাউন্ট করে করে ১০ টি এস এম এস পাটাতে পারবেন তাই নিশ্চই আপনার সিম একটি নয় যদি আপনি বাংলাদেশের নাগরীক হন । তাইনা ? আর যদি সিম একটিই থাকে তাহলেও কোন সমস্যা নেই আপনি মেসেঞ্জার এর menu তে গিয়ে Account এ যান । তারপর আবার মেনুতে গেলেই পেয়ে জাবেন account delete . আপনার ১০ টি এস এম এস সেশ হয়ে গেলে একাউন্ট ডিলিট করে দিন এবং আবার একাউন্ট বানান । আর একাওন্ট বানাতে হলে অন্যান্য একাওন্ট এর মত এত ঝামেলা করে বানাতে হবেনা । শুধু মাত্র আপনার ইউজারনেম ও মোবাইল নম্বর দিলেই হবে যেটি দিয়ে আপনি লগিন করবেন । এভাবেই আনলিমিটেড এস এম এস পাটান একদম ফ্রি
সরাসরি মোবাইল দিয়ে
http://developer.binu.com/dc/1/binu_v.jad
এখানে ক্লিক করে ইন্সটল করুন । অথবা
http://m.binu.com/
অথবা
http://www.binu.com/sms/
এখানে গিয়ে আপনার মোবাইলের জন্য উপযোগী সফটওয়ারটি ডাওনলোড করুন। ডাওনলোড করে ইউজার নেম দিন আর আপনার মোবাইল ভেরিফাইড করুন মোবাইলে প্রদত্ত পিন কোড নম্বর দিয়ে ।
শনিবার, ২৮ মে, ২০১১
কম্পিউটার ভালো রাখতে যা যা করা প্রয়োজন।
নিয়মিত কম্পিউটার ব্যবহার করলে এবং কয়েক বছর হয়ে গেলে কম্পিউটারে নানা সমস্যা দেখা দেয়। কিছু সহজ জিনিসের মাধ্যমে ইচ্ছা করলে আপনি আপনার কম্পিউটারের গতি বাড়াতে পারেন।
হার্ডডিস্কে কম জায়গা নিয়ে (লো ডিস্ক স্পেস) নিয়ে কম্পিউটার চালানো ঠিক নয়। দরকার হলে নতুন আরেকটি হার্ডডিস্ক কিনে ফেলুন।
কম্পিউটারের গতি বাড়াতে কন্ট্রোল প্যানেলের অ্যাড অর রিমোভ পোগ্রামসে গিয়ে ফাইল আনইন্সস্টল করুন।
হার্ডডিস্ক থেকে ফাইল ডিলিট করলে তা সম্পূর্ণভাবে মুছে যায় না।
অপারেটিং সিস্টেম বারবার সেটাপ করবেন না, কারণ এতে কম্পিউটারের গতি কমে যায়। তা ছাড়া এতে মাদারবোর্ডের ওপরও অনেক চাপ পড়ে। সব মিলিয়ে কম্পিউটারের গতি কমে যায়।
সোমবার, ৪ এপ্রিল, ২০১১
মোবাইল ফোনে ভিডিও নামান।
আপনি যদি ইন্টারনেট থেকে মোবাইল ফোনে ভিডিও নামাতে পছন্দ করেন তাহলে নিচের সাইটগুলো থেকে মোবাইলের উপযোগী উচুমানের ভিডিও আপনার মোবাইলে নামাতে পারেন।
http://moviesmobile.net
http://vuclip.com
http://loadmob.com
http://moviearena.org,
http://moviesmobile.net
http://movies4mobile.net
http://mobi-movies.org
http://mobilemoviezone.com
http://o2videos.com
http://3gpmobilemovies.net
http://avimobilemovies.com
http://o2cinemas.com
সত্যি সত্যি টাকা আয় করতে পারবেন এমন ২ টি ওয়েবসাইট।
আমরা যারা ইন্টারনেট ব্যাবহার করে থাকি, তারা কোন না কোন সময় অনলাইন থেকে টাকা আয় করতে চেস্টা করেছি। ইন্টারনেট থেকে টাকা আয় এত সহজ না। গুগল এডসেন্স থেকে আপনি টাকা আয় করতে পারেন। কিন্তু এটা অনেক কষ্টের কাজ। এর জন্য আপনাকে ওনেক কিছু করতে হবে, অনেক নিয়ম মানতে হবে। যারা চেষ্টা করে দেখেছে তারা জানে এটা কত কষ্টের কাজ।
এখানে আমি দুইটি ওয়েবসাইটের ঠিকানা দিচ্ছি , এগুলোতে চেষ্টা করলে আপনি কিছু টাকা আয় করতে পারবেনঃ
১।
microworkers.com
এখানে আপনি কিছু ছোট ছোট কাজ পাবেন,কাজ গুলো খুবই সহজ। যেমন আপনাকে ফেসবুকের একটা লিঙ্ককে লাইক করতে বলবে বা কোন সাইটে সাইন ইন করতে বলবে,এগুলো ঠিক মত করতে পারলে টাকা পাবেন।
৯ ডলারের মত জমা হলেই আপনি টাকা উঠাতে পারবেন।
২।
poisha.com
আপনার যদি কোন বাংলা ওয়েবসাইট থেকে থাকে তবে আপনি এই ওয়েবসাইটে গুগল এড এর মত এড দিতে পারবেন। এর জন্য আপনাকে সাইন আপ করতে হবে। এর পর গুগল এড এর মত আপনি আপনার সাইটে এড দিতে পারবেন। আপনার একাউন্টে ১০ ডলার জমা হলেই আপন টাকা নিতে পারবেন। এদের ঢাকাতে অফিস আছে, আপনি চাইলে নিজে গিয়ে টাকা নিয়ে আসতে পারবেন।
মুভিস লিঙ্ক ব্লগ
সম্প্রতি "মুভিস লিঙ্ক ব্লগ" নামে একটি ব্লগ অনলাইনে এসেছে
।
ব্লগটির ঠিকানা হল
http://movieslinkblog.blogspot.com
।এই ব্লগটিতে আপনারা সম্প্রতি মুক্তি পাওয়া বিভিন্ন সিনেমার
MediaFire
ও
ifile.it
এর
download
লিঙ্ক পাবেন। আপনি এক ক্লিকে এগুলি
download
করতে পারবেন। এখানে দেওয়া সিনেমা গুলোর অধিকাংশের ফাইল সাইজ হল ২০০ থেকে ৩০০ মেগাবাইট, ছবির রেজুলেশন বেশ ভাল।
download
এর সুবিধার জন্য এখানে পুরো ফাইলটিকে ৩ ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। ৩ টি ফাইল আলাদা ভাবে নামানোর পর আপনি
hjsplit
নামের একটি ছোট
software
টি আপনি এগুলোকে এক সাথে করতে পারবেন।
৩০ দিনের নমুণা সফটওয়্যারের মেয়াদ বাড়িয়ে নিন।
নানা কারণে আমরা কম্পিউটারে বিভিন্ন সফটওয়্যারের নমুণা বা ট্রায়াল সংস্করণ ব্যবহার করি। নির্দিষ্ট মেয়াদের পর ট্রায়াল সফটওয়্যার আর ব্যবহার করা যায় না। ‘টাইম স্টপার’ নামের একটি সফটওয়্যারের সাহায্যে আপনি ট্রায়াল সফটওয়্যারের নির্দিষ্ট মেয়াদকে বেঁধে রাখতে পারবেন, যার ফলে যত দিন ইচ্ছে ট্রায়াল সফটওয়্যার ব্যবহার করা যাবে। মাত্র ৯৩৭ কিলোবাইটের ছোট এই সফটওয়্যারটি
http://bit.ly/hVjt1H
ঠিকানা থেকে নামিয়ে নিন। এরপর জিপ ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি ইনস্টল করুন। এখন টাইম স্টপার চালু করে যে সফটওয়্যারটির ট্রায়াল সংস্করণের মেয়াদকে বেঁধে রাখতে চান, সেটির প্রোগ্রাম ফাইলে যান এবং যে অপশনে ক্লিক করলে সফটওয়্যারটি চালু হয়, সেটি নির্বাচিত করুন। যেমন ধরুন, আপনার পিসির সি ড্রাইভে ‘হিরো সুপার প্লেয়ার’ রয়েছে, তাহলে এটিকে নির্বাচিত করার জন্য
C:\HEROSOFT\Hero Super Player\ STHSVCD.exe
-এ ক্লিক করতে হবে। এরপর C
hoose new date
লেখা বক্সে ওই সফটওয়্যারটির মেয়াদ থাকাকালীন সময়ের মধ্যে একটি তারিখ নির্বাচন করুন। যেমন, সফটওয়্যারটির ট্রায়াল সংস্করণের মেয়াদ শেষ হবে ৩০ ডিসেম্বর ২০১০, তাহলে ৩০ ডিসেম্বরের আগে যেকোনো একটি তারিখ নির্বাচন করুন। সবশেষে নির্দিষ্ট বক্সে সফটওয়্যারটির নাম লিখে Create desktop icon অপশনে ক্লিক করলে ওই নামের একটি আইকন ডেস্কটপে আসবে। এখন থেকে সফটওয়্যারটি চালু করার জন্য এই আইকন ব্যবহার করুন। তাহলেই ওই সফটওয়্যারটি যত দিন খুশি ব্যবহার করতে পারবেন। তবে ট্রায়াল সফটওয়্যারের প্রোগ্রাম ফাইল বা আসল আইকন ব্যবহার করলে আগের নিয়মে নির্দিষ্ট সময়েই এর মেয়াদ শেষ হয়ে যাবে
বাংলা ই-বই।
বাংলা ই-বই ওয়েব সাইটিতে আপনারা বাংলা বিভিন্ন লেখকদের লেখা উপন্যাস, কবিতা, গল্প ও প্রবন্ধের ইলেক্ট্রনিক কপি পাবেন।
www.banglaeboi.tk
এ ঠিকানাটিতে আপনি
।।বাংলা ই-বই।।
ওয়েব সাইট পাবেন। আপনি যদি বাংলা বই পড়তে ভালবাসেন তাহলে এখনি ওয়েব সাইটি ভিজিট করুন।
মুছে যাওয়া ফাইল ফিরিয়ে আনুন।
বিভিন্ন কারণে কম্পিউটার থেকে ফাইল মুছে (রিসাইকেল বিন থেকেও) যেতে পারে। মুছে যাওয়া এসব ফাইল চিরতরে হারিয়ে যায় না। মুছে যাওয়া এসব ফাইল ফিরিয়ে আনা যায় বিভিন্ন ডেটা রিকভারি সফটওয়্যার দ্বারা। এ রকমই একটি সফটওয়্যার হচ্ছে পিসি টুলস ফাইল রিকভারি। এই সফটওয়্যার দ্বারা সহজেই মুছে যাওয়া ফাইল ফিরে পাওয়া যায়। পিসি টুলস ফাইল রিকভারি সফটওয়্যারটি
http://softandebook.blogspot.com/2009/11/pc-tools-file-recover-75.html
থেকে নামাতে পারবেন।
মোবাইল ফোনের ব্যাকআপ রাখুন।
আজকাল অনেকেই তাদের পরিচিত সবার নাম, মোবাইল নম্বর, ঠিকানা ইত্যাদি মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখেন। কিন্তু মোবাইল ফোন যেকোনো সময় চুরি বা ছিনতাই এমনকি হারিয়ে বা নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনার সব গুরুত্বপূর্ণ নম্বর এবং তথ্যও হারিয়ে যাবে। আবার অনেক সময় অনেক কারণে মোবাইল সেট ফ্ল্যাশ করতে হয়। তখনো সব গুরুত্বপূর্ণ তথ্য মুছে যায়। এর একটি সমাধান হল কম্পিউটারে মোবাইল ফোনের ব্যাকআপ রাখা। কম্পিউটারে মোবাইল ফোনের ব্যাকআপ রাখার জন্য প্রথমে নকিয়া ফোনসেটের জন্য নকিয়া পিসি স্যুট সেটআপ দিন। http://www.nokia-asia.com/support/download-software/nokia-pc-suites/compatibility-and-download#download ঠিকানার ওয়েবসাইট থেকে বিনা মূল্যে নকিয়া পিসি স্যুইট নামিয়ে নিন।
তারপর নকিয়া মোবাইল ফোনটি ডাটা কেবেলর সাহায্যে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। এখন Nokia PC Suite ওপেন করে Backup আইকনে ক্লিক করুন বা File থেকে Backup-এ ক্লিক করুন। পুনরায় আবার Backup বাটনে ক্লিক করলে আপনি কী কী ব্যাকআপ রাখতে চান সেগুলোর একটি লিস্ট আসবে। সেখান থেকে পছন্দমতো কয়েকটি বা সবগুলো বক্সে টিক চিহ্ন দিয়ে Next-এ ক্লিক করুন। মোবাইল ফোনের ব্যাকআপ ফাইলটি কোথায় সেভ হবে তার একটি লিংক আসবে।
এখন আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন কম্পিউটারে আপনার মোবাইল ফোনের ব্যাকআপ তৈরি হয়ে গেছে। মোবাইল ফোনের ব্যাকআপ কম্পিউটার থেকে আবার মোবাইলে রিস্টোর করার জন্য একইভাবে Nokia PC Suite খুলে Backup-এ ক্লিক করুন।
তারপর Restore বাটনে ক্লিক করে পরপর দুইবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন মোবাইল ফোনে সব তথ্য জমা হয়ে গেছে।
শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১১
ডাকবাংলা(ডট)কম: দুষ্প্রাপ্য ছবিতে ১৯৫০ সালের বাংলাদেশ ক্রিকেট দল
ডাকবাংলা(ডট)কম: দুষ্প্রাপ্য ছবিতে ১৯৫০ সালের বাংলাদেশ ক্রিকেট দল
: "ছবি গুলো সংগ্রহ করা হয়েছে somewhere in net থাকে । সংযুক্তি ই-প্রথম আলো পৃষ্ঠা-১ ই-প্রথম আলো পৃষ্ঠা-২"
Created By Shobuj Exclusive By kvcmedia.co.cc
শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১১
দুষ্প্রাপ্য ছবিতে ১৯৫০ সালের বাংলাদেশ ক্রিকেট দল
ছবি গুলো সংগ্রহ করা হয়েছে somewhere in net থাকে ।
সংযুক্তি
ই-প্রথম আলো পৃষ্ঠা-১
ই-প্রথম আলো পৃষ্ঠা-২
শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১১
ওয়াল্ড কাপ-১১
ওয়াল্ড কাপ-১১
১)তামিম
২)ইমরুল
৩)শাহরিয়ার
৪)মুশফিক
৫)সাকিব
৬)আশরাফুল
৭)কাপালি/মাহমুদুল্রাহ
৮)শুভ
৯)মাশরাফি
১০)শফিউল
১১)রাজ্জাক
ফটোশপের গুরুত্তপূর্ণ একটি বিষয় : কিবোর্ড শর্টকাট
যারা কম্পিউটার ব্যবহার করেন তারা ফটোশপের নাম শুনেননি এমন মনে হয় কেউ নেই । গ্রাফিক্স/ডিজাইনে প্রোফেশনাল কাজে ফটোশপ যেমন ব্যবহার করা হয়, তেমনি নিজেদের ছোটখাটো গ্রাফিক্সের প্রয়োজনেও আমরা ফটোশপ ব্যবহার করি সব সময় । আমরা কম্পিউটার ব্যবহার করি যেনো কোন কাজ খুব তারাতারি করতে পারি । তাই সব প্রোগ্রামেই কিবোর্ড শর্টকাট থাকে ।
যারা প্রোফেশনাল তারা সবসময় শর্টকাট ব্যবহার করে থাকেন, তাই তাদের কাজের গতি সবসময় বেশি থাকে । ফটোশপের শর্টকাট আমরা সবাই কম বেশি জানি এবং ব্যবহার করি । আমি ইন্টারনেটে খুব সুন্দর একটা ছবি পেয়েছি যেখানে কম্পিউটারের কিবোর্ড লে – আউটে সকল শর্টকাটের লিস্ট দেয়া আছে । তাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি ।
বড় সাইজে দেখতে ছবির উপরে ক্লিক করুন ।
আশা করি ফটোশপের এই কিবোর্ড শর্টকাট লে-আউটটি আপনাদের সকলের অনেক কাজে লাগবে ।
নবীনতর পোস্টসমূহ
হোম
এতে সদস্যতা:
মন্তব্যসমূহ (Atom)