*** • দেশের পথে খালেদা • গাদ্দাফি ও তার ছেলেদের গ্রেপ্তারে ইন্টারপোলের পরোয়ানা • আবারো ইউরোপ সেরা বার্সেলোনা • মরনোত্তর চক্ষু দানের ঘোষণা দিলেন মনমোহন সিং দম্পতি • ফিলিস্তিন জাতিসংঘে স্থায়ী সদস্যপদ চাইলে ভেটো দেবে যুক্তরাষ্ট্র • আসছে দেশে তৈরী ১০ হাজার টাকার ল্যাপটপ (দোয়েল) • অর্থের কাছে ক্রিকেটকে বলি দেবেন না: কপিল • কী ধরনের তত্ত্বাবধায়ক সরকার চান জানান: সুরঞ্জিত • ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যায় তদন্ত কমিটি • কম্পিউটার বাজার দরঃ- কম্পিউটার বাজারে দাম কমেছে বেশকিছু পণ্যের। মনিটর ও পেনড্রাইভের বিক্রি বেড়েছে বলে বিক্রেতারা জানান। গতকাল শনিবার পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো— প্রসেসর: ইন্টেল কোর আই৫ (৩.২০ গি.হা) ১৫,৩০০, ইন্টেল সেলেরন ১.৮ গি.হা ৩,০০০; ইন্টেল কোর আই-৩ ৩.০৬ গি.হা. ৯,৮০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর২.৮ গি.হা. ৫,৩০০; কোর টু কোয়াড-৩.৩৩গি.হা. ১২,৫০০ টাকা। মাদারবোর্ড: গিগাবাইট জি এ৪১ এমটি-ডি-৩ ৪,১০০; জি৪১এমটি-ইএস২ এল ৪,৩০০; জি ৪১এম কমবো ৪,২০০; এইচ৫৫এম-ডিটুএইচ ৬,৫০০ টাকা। ইন্টেল ডিএইচ৫৫পিজে ৬,৮০০, ডিজি৩৩টিএলএম ৭,১০০ টাকা। আসুস পি৫জি-৪১টি-এম৪১০০ ৪,৩০০; জি৪১ ৪,৬০০ টাকা। ফক্সকন জি৩১ এমভি ৩,০০০; এইচ৪১ এমএক্সইভি ৩,৩০০; এইচ৫৫ এক্সভি ৫,২০০ টাকা। র্যাম: ২ গি.বা. ডিডিআর-২ ১,৯০০, ২ গি.বা. ডিডিআর-৩ ১,২০০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ৩২০ গি.বা. ৩,০০০; ৫০০ গি.বা. ৩,৪০০ টাকা। হিটাচি ১ টেরাবাইট ৪,৬০০; ২৫০ গি.বা. ২,৫০০; ৫০০ গি.বা. ৩,৫০০;। পেনড্রাইভ: অ্যাপাসার ৪ গি.বা. ৬৫০, ৮ গি.বা. ১০০০ থেকে ১,৬০০। এলসিডি মনিটর: স্যামসাং ১র্৭র্ ৮,২০০; ১৮.র্৫র্ ৮,১০০; ২র্০র্ ১০,৫০০; ২১.র্৫র্ ১৩,৮০০; ২৩.র্৫র্ ২৫,৫০০ টাকা। ফিলিপস ১৮.র্৫র্ ৮,০০০টাকা।ডেল ১৮.র্৫র্ ৭,৯০০ টাকা।এলজি ১৮.৫র্ র্ ৭,৯০০; ১৭র্ র্ ৭,৪০০; ২১.৫র্ র্ ১৩,৫০০ টাকা। হাইউন্দাই এলসিডি; ১র্৯র্ ৮,৮০০; ২র্৭র্ ২৯,৩০০ টাকা। গ্রাফিকস কার্ড: গিগাবাইট এইচ ডি-৫৫৭০ ১গি.বা. ৫,৫০০, এক্সএফএক্স এইচ ডি-৫৬৭০ ১গি.বা.৬,২০০ টাকা। আসুস: ২৫৬ মেগাবাইট ৪,০০০, এক্সএফএক্স এইচডি৪৫৫০ ১ গি.বা. ৪,৭০০, এইচডি৫৮৫০ ৭২৫ গি.বা. ১০,১০০ টাকা। ডিভিডি রাইটার/রি-রাইটার: স্যামসাং ৫২x২৪x৫২এক্স ১,৫০০ টাকা।আাাসুস ৫২x৩২x৫২এক্স ১,৮০০ টাকা।সনি ডিভিডি-আরডব্লিউ ১,৭০০ টাকা। কেসিং: ১,৪০০ থেকে ৩,৬০০ টাকা। মাউস: ২৫০ থেকে ৩০০০ টাকা। কি-বোর্ড: সাধারণ ৩৫০ থেকে ১,৫০০ টাকা। মাল্টিমিডিয়া ৫৫০ টাকা। স্পিকার: মাইক্রোল্যাব (২:১) ১,৩০০ থেকে ৩,৬০০ টাকা।ক্রিয়েটিভ এসবিএস ৮০০ টাকা। গোল্ডেন ব্রিজ এফটি৮০৫ (২:১) ১,৩০০ টাকা। মডেম: মোবিডেটা ইডিজিই ২,৪০০; এইচএসডিপিএ ৩,০০০ টাকা। জিপিআরএস: টেকনো টিএম০০৮ ২,১০০ টাকা। মোবিডাটা ২,১০০ টাকা (ইউএসবি)। টিভি কার্ড: এভারমিডিয়া ইন্টারনাল ২,৬০০; এক্সটারনাল ডাব্লিউ৭ ৪,৪০০ টাকা।রিয়েলভিউ আরভি ১,৭০০ টাকা।প্রিন্টার: ক্যানন পিক্সমা আইপি-২৭৭২ ২,৮৫০ টাকা। এইচপি১৬৬৬ ডেস্কজেট ৫,৫০০ টাকা। এপসন টি৬০ ১২,০০০ টাকা। এইচপি লেজার পি-১১০২ ৮,৪০০ টাকা। ব্রাদার এইচএল ৫৩৪০ডি ১৮,৭০০ টাকা। স্যামসাং এমএল ১৬৬৩ (লেজার) ৫,৬০০। ডেল ৮,৯০০ থেকে ২১,০০০ টাকা। পোর্টেবল হার্ডডিস্ক: ট্রানসেন্ড ৫০০ গি.বা ৫,০০০; ৩২০ গি.বা ৪,১০০; ৬৪০ গি.বা ৬,৩০০, ২ টেরাবাইট ১২,২০০ টাকা। এডেটা ৫০০ গি.বা. ৪,৫০০। ইউপিএস: কেষ্টার ৬৫০ ভিএ ২,৬০০; ১২০০ ভিএ ৪,৪০০ টাকা , ৩কেভিএ ৩৬,০০০ টাকা, ১০ কেভিএ ১,০৫,০০০টাকা। —সংগ্রহ:;;;;; *****

বুধবার, ৪ জানুয়ারী, ২০১২

ঝিনাইদাহের ডাকবাংলা বাজারে সড়ক দুর্ঘটনাই কলেজ ছাত্রের মৃত্যু


মোঃ মিন্টু

কলেজ ছাত্রের একাংশ
রিপোর্টারঃ সবুজ খন্দকার, ঝিনাইদাহ জেলার সদর উপজেলা ডাকবাংলা বাজারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনাই ডাকবাংলা আব্দুর রউফ ডিগ্রি কলেজের স্নাতক ১ম বর্ষের ছাত্র মোঃ মিন্টু কলেজে থেকে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে সাধুহাটি বাস স্ট্যান্ডে সকাল ১০.৩০ মিনিটে চুয়াডাঙ্গা অভিমুখী রেখা গাড়ীর সাথে সংঘর্ষে নিহত হয়এ ঘটনায় ক্ষুব্ধ কলেজের শিক্ষার্থীরা বাজারে ব্যাপক ভাঙচুর চালায়,একপযার্য় তারা রাস্তার সকল গাড়ি চলাচল বন্ধ করে দেয় এবং বাস কাউন্টার ভেঙ্গে দেয়,বিকাল ৪.০০ সময় দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেএ ঘটনায় কলেজের ভেতরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও বাইরের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।*** 
                  
     
               










ক্ষুব্ধ কলেজের শিক্ষার্থী



বাস কাউন্টার ভাংচুর

                     প্রচারেঃ
     আব্দুর রউফ ডিগ্রি কলেজের সকল
                  ছাত্র-ছাত্রীবৃন্দ 

শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০১১

বাংলা ডিকশনারী মোবাইলের জন্য

সাধারণত মোবাইলে কোন এপ্লিকেশন ইন্সটল করতে গেলে কম্প্যাবিলিটি নিয়ে সমস্যা দেখা দেয় মানে সকল মডেলের মোবাইল ফোনে সকল ধরণের সফটওয়্যার ইন্সটল হয় না। আমার দেওয়া এই সফটওয়্যারটি তৈরী করেছেন বাংলাদেশের ব্যক্তি মো: ওয়ালিউল ইসলাম মন্ডল ভাই যা সকল ব্র্যান্ডের জাভা সমর্থিত মোবাইলফোনেই চলে তাই এটি ব্যবহার স্বস্তিদায়ক।

মোবাইলে বাংলা ডিকশনারী থাকলে বিভিন্ন সময় তা আমাদের প্রয়োজনে সাহায্য করতে পারে। অত্যন্ত ব্যবহারবান্ধব এই ডিকশনারীটি আপনি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে ইন্সটল করে নিতে পারেন।

মোবাইল ফোনকে রিমোট কন্ট্রোলার রূপে ব্যবহার করুন

মোবাইল ফোনকে ব্যবহার করুন কম্পিউটারের রিমোট কন্ট্রোলার রূপে । উপরের শিরোনামটি দেখে নিশ্চয়ই ভাবছেন এ কিভাবে সম্ভব? হ্যা নিশ্চয়ই সম্ভব।তবে এর জন্য আপনার প্রয়োজন হবে একটি Bluetooth যুক্ত ফোনসেট ও একটি Bluetooth ডিভাইস। তাহলেই আপনি আপনার ফোনসেটটি কম্পিউটারে ব্যবহার করতে পারবেন রিমোট কন্ট্রোলার রূপে। এ জন্য প্রথমে এই ঠিকানা থেকে BluetoothRemoteControl.exe ফাইলটি ডাউনলোড করে নিন, তারপর আপনার কম্পিউটারে উক্ত সফটওয়্যারটি ইন্সটল করুন। এবার সফটওয়্যারটি চালু করে install phone client নামের ট্যাবে করলে যে উইন্ডো খুলবে, সেখান থেকে আপনার ফোনে জাভা সফটওয়্যারটি ইন্সটল করুন। এরপর আপনার ফোনে এবং কম্পিউটারে প্রোগ্রামটি চালান এবং কম্পিউটারে select phone ট্যাবে ক্লিক করুন। সার্চ করে আপনার Bluetooth-এর নাম পেয়ে গেলে Finish-এ ক্লিক করুন।এরপর connect to phone ট্যাবে ক্লিক করে সংযুক্ত হন।

মোবাইলের আসল-নকল চেনার সহজ উপায়

আপনার হাতের মোবাইল সেটটি আসল না নকল কিংবা কোথায় তৈরি হয়েছে, বিষয়টি জেনে নিন শুধু একটি কোড টাইপেরমাধ্যমে। আপনার হ্যান্ডসেটে *#০৬# চাপুন সঙ্গে সঙ্গে ১৫ সংখ্যার একটি আন্তর্জাতিক মোবাইল ইকুইপমেন্টআইডেনটিটি নাম্বার আসবে। এখন সপ্তম এবং অষ্টম নাম্বারের দিকে খেয়াল করুন। যদি ৭তম এবং ৮তম ০২ বা ২০ হয় সেক্ষেত্রে হ্যান্ডসেটটির কোয়ালিটি খুব খারাপ, ০৮ বা ৮০ হয়ে থাকে তবে হ্যান্ডসেটটির কোয়ালিটি হবে মানসম্মত, ০১বা ১০ হলে খুব ভালো, ০০ হলে হ্যান্ডসেটটি প্রধান কারখানার তৈরি এবং ১৩ হলে সেটের কোয়ালিটি খুবই খারাপ এবং এটিআপনার স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হতে পারে।

কম্পিউটার হ্যাং হবার ১২টি কারণ সমন্ধে জেনে নিন

সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। কম্পিউটার হ্যাং হয় নাই এমন লোক আছে বলে আমার মনে হয় না। আর যদি কেউ দাবি করে তার কম্পিউটার হ্যাং হয় নাই তাহলে আমার মতে হ্যাং কি তাই সে জানে না। আজকে আপনাদের কম্পিউটার হ্যাং হবার সাধারণ কয়েকটা কারণ সম্পর্কে জানাব। আশা করি আপনারা উপকৃত হবেন। আর কথা বাড়াব না। এখন আসল কথায় আসি।
হ্যাং বলতে কী বুঝায়?

আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে। ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে। আর সে কারণগুলোই এখন বলব।

কম্পিউটার হ্যাং হবার কারণ

* কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক।
* কম্পিউটার র‌্যামের পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার র‌্যাম অঞ্চলে। আর এই র‌্যামের পরিমাণ খম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
* কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।
* প্রসেসরের কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে কম্পিউটার হঠাৎ করে হ্যাং হতে পারে এমনকি এর জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরো ঠিক নাও হতে পারে। কেননা কম্পিউটারের সকল কাজ করে তাকে প্রসেসর।
* অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলেঃ- এছাড়া অন্য কোনো হার্ডওয়্যার কানেকশন অথবা হার্ডওয়্যারে সমস্যা তাকলে কম্পিউটার হ্যাং হতে পারে।
* অপারেটিং সিস্টেমে ত্রুটি তাকলেঃ- অপারেটং সিস্টেমে ত্রুটি বলতে কোনো সিস্টেম ফাইল কেটে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।
* কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলেঃ- সাধারণত এই কারণেই কম্পিউটারে বেশী হ্যাং হয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রয়ই হ্যাং হয়।
* অনেক প্রোগ্রাম একসাথে চালু করলেঃ- হ্যা এটার কারণে সবচেয়ে বেশী কম্পিউটার হ্যাং হয়। মনে করেন আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ ১২৮ কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে হ্যাং হওয়াটাই স্বাভাবিক। কেননা তখন কম্পিউটার র‌্যাম ফোল হয়ে যাবে।
* হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালেঃ- আপনার কম্পিউটার র‌্যাম যদি কম হয় কিন্তু আপনি যদি হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালান তাহলে কম্পিউটার হ্যাং হয়ে তাকে কেননা তখন র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে যায়।
* হাই গ্রাফিক্স সম্পন্ন সফটওয়্যার ব্যাবহার করলেঃ- কম্পিউটার গেইম এর পাশাপাশি কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব উচ্চ গ্রাফিক্স সম্পন্ন। যা সাধারণ কম র‌্যাম ও কম প্রসেসরের ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে চালনা করলে কম্পিউটার হ্যাং হয়।
* কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলেঃ- এই বিষয়ে আমি এই টিউনে বলেছিলাম। কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে তাকলে ঐ সব ফাইল নিয়ে কাজ করতে কম্পিউটারের অনেক বেশী সময় লাগে। যার করণে কম্পিউটার হ্যাং হয়।
* কম্পিউটারে অতি উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করলেঃ- হ্যা আমরা ভাইরাস হতে মুক্তি লাভের আশায় এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু অনেক সময় কম্পিউটারের মানের কথা না ভেবেই উচ্চ ক্ষমতা ও উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করে তাকি যার কারণে কম্পিউটার হ্যাং হয়।

কম্পিউটারে ভাইরাস থাকলে কিভাবে বুঝবেন?

ভাইরাসের উপস্থিতি টের পাবেন যেভাবে ভাইরাসের সংক্রমন হলেও অনেকেই সেটা টের পান না।তবে একটু মাথা খাটিয়ে কিছু বিষয় খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন আপনার পিসিতে ভাইরাস আছে কি না,যেমন-
১.ভাইরাস থাকলে temp ফাইল মুছবে না।
২. Add or remove programme অপশন থেকে কোন প্রোগ্রাম বাদ দিতে চাইলে বাদ হবে না
৩.আমরা Ctrl+Alt+Delete সাধারনত চেপে টাস্ক ম্যানেজার ওপেন করি।কিন্তু ভাইরাস থাকলে এটি ওপেন হবে না।
৪. Tools /Folder Option থেকে কোন হিডেন ফাইল প্রদর্শন করতে চাইলেও তা প্রদর্শন হবে না।
৫.উইন্ডোজের Registry Editor ওপেন হবে না।
৬.কমান্ড অপশন কাজ করবে না।

Facebook এর মাধ্যমে আয় করার পদ্ধতি

আমাদের সবারই facebook অ্যাকাউন্ট আছে ,বর্তমানে facebook জীবনের একটা  অংশ হয়ে দাডিয়েছে আমরা ঘণ্টার পর ঘণ্টা facebook এ সময় দিছি ,এখন আপনি চাইলেই facebook থেকে income ও করতে পারবেন এ জন্য আপনাকে এই linkএ ক্লিক করে fanslave এ একটা অ্যাকাউন্ট করতে হবে...

http://www.fanslave.net/ref.php?ref=69488

নতুন অ্যাকাউন্ট ওপেন করে  fanslave এ লগইন করুন
লগইন হলে বামপাশে facebook কানেক্ট এ ক্লিক করে আপনার facebook অ্যাকাউন্ট এর সাথে লিঙ্ক করুন
এবার আপনি বাম পাশে কয়েকটি  facebook like অ্যাড দেখতে পাবেন
অ্যাড এ ক্লিক করে like দিন
আবাবে আপনি দিনে ১০ থেকে ১৫ টি like দিতে পারবেন
ডান পাশে আপনার অ্যাকাউন্ট েবলেঞ্ছ দেথাবে
মাজখানে আপডেট এ ক্লিক করলে আপডেট েবলেঞ্ছ দেখাবে
আপনি আপনার ফ্রেন্ড কে  re feral  করেও income করতে পারেবেন ,আপনার ফ্রেন্ড কাওকে রেফেরাল করলে ও আপনি তার কমিশন পাবেন তার মানে MLM পধতি
আর 15  ERU হলে payout করতে পারবেন
payout করতে পারবেন paypal এর মাধ্যমে ।

Movie ডাউনলোড করার জন্য একটি দারুন সাইট

ইন্টারনেটে খুঁজলে Movie ডাউনলোডের জন্য প্রচুর সাইট পাওয়া যায়। এগুলির মধ্যে বেশীরভাগই কাজ করে না বা যে সার্ভারে আপলোড থাকে তার লিঙ্কগুলি কাজ করে না।কখনও আবার হয়তো একটি 700 mb এর মুভি যেটি আপলোড থাকা সার্ভার থেকে ফ্রী-সার্ভিস হিসাবে শুধুমাত্র 300 mb ডাউনলোড করার প্যারমিশন থাকে।আবার একটি মুভি Rar ফাইল হিসাবে 7 – 8 টি  লিঙ্কের মাধ্যমে পাওয়া যায় এবং 4 – 5 ঘন্টা টাইম দিয়ে ডাউনলোডের পরে ফাইল ওপেন করতে গিয়ে প্যাসওয়ার্ডের প্রবলেম বা Crc Error দেখিয়ে থকে।আমি এই সিমিলার প্রবলেমের মধ্যে দিয়ে দারুন সাফার করেছি এবং এখনও প্রায়ই করতে হয়।আমার সবচেয়ে বেশী ভাল লেগে থাকে যে কোন ফুল মুভিকে avi বা divx ফরম্যাটের একটি ফাইল হিসাবে পেতে।তাই এই রকম একটি দারুন সাইট পেয়ে এই পোস্টটি লিখতে বাধ্য হলাম।one click moviez মুভি ডাউনলোডের জন্য একটি দারুন সাইট।এখানে যে কোন মুভি avi বা divx ফরম্যাটে Dvd কোয়ালিটিতে পাওয়া যাবে এবং এগুলিকে পাওয়া যাবে মাল্টিপ্লাই সার্ভারের মাধ্যমে। Megashare, Filezzz, Youload, Megaupload, Gigasize, 2Share, Depositefiles, Filegetty এছাড়াও আরও অনান্য বেশ কিছু সার্ভারে মুভিগুলি আপলোড থাকে।এখানে A to Z Index এর মাধ্যমে হলিউড এবং বলিউডের মুভি পাওয়া যাবে তবে বলিউডের মুভির সংখ্যা দারুন কম।বিভিন্ন সার্ভারে মুভিগুলি আপলোড থাকলেও একমাত্র Megaupload ছাড়া বাকী সার্ভারগুলিতে কিছু কিছু রেস্ট্রিকশান আছে তাই ডাউনলোডের জন্য Megaupload এর লিঙ্কই ব্যাবহার করা ভাল।

শুক্রবার, ১৭ জুন, ২০১১

এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ

ফেসবুকের নতুন প্রোফাইল হয়তো অনেকেই দেখেছেন। এখন ফেসবুকের প্রোফাইল পিকচার শো করে একটু ভিন্নভাবে। আর এখানেই দেখাতে পারেন আপনার ক্রিয়েটিভিটি। সেটা কেমন এইতো? নিচের ছবি গুলা দেখেন তাহলেই ক্লিয়ার হয়ে যাবে। icon biggrin এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ | Techtunes

6 এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ | Techtunes
9 এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ | Techtunes
8 এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ | Techtunes
এবার বলি কিভাবে এমন মজার ছবি আপনি বানাতে পারেন।
ফেসবুকে লগ ইন করে যান এই লিঙ্কে ।
তারপর ক্লিক করুন নিচের মতো।
এখন ভাল কোয়ালিটির একটা ছবি আপলোড করুন।
আপলোড করতে কিছুক্ষন সময় লাগতে পারে।
তারপর নিচের মতো আপনার ছবিটি আসবে।
আপনার ইচ্ছা মতো ছবি স্ক্রল করে বা মাউসের কার্সর দিয়ে ঠিক মতো বসিয়ে done বাটনে ক্লিক করেন।
কিছুক্ষন অপেক্ষা করার পর নিচের মতো ক্লিক করে ঐছবিটি প্রোফাইল পিকচার সেট করুন।
এখন আপনার প্রোফাইলে গিয়ে দেখুন আপনার ক্রিয়েটিভ ছবি! icon razz এবার ফেসবুকের ক্রিয়েটিভ প্রোফাইল পিকচার নিজেই তৈরি করুন আর হয়ে যান ক্রিয়েটিভ | Techtunes
আশা করি আপনাদের ভাল লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

ডাউনলোড করুন এভিজি ইন্টারনেট সিকিউরিটি ২০১১ [২০১৮ সাল পর্যন্ত মেয়াদ+মিডিয়াফায়ার লিঙ্ক]

এন্টিভাইরাস উইন্ডোজ পিসির একটা must have অনুষঙ্গ। ভাইরাসের সাথে যুদ্ধ আজীবনের। তার সাথে ইদানিং যুক্ত হয়েছে ফিশিং(phishing), ট্রোজান, ম্যালওয়্যার ইত্যাদি। লিনাক্স থাকলে অবশ্য ভাইরাসের সমস্যা নেই, যাকগে সে কথা। এভিজিকে তো অনেকেই চেনেন। আমি আমাদের বাসার কম্পিউটারের পাইরেটেড উইন্ডোজ-এ অবশ্য এভাস্ট লাগিয়ে রেখেছি। ব্যক্তিগতভাবে এভাস্ট পছন্দ করি। যাহোক আজকে নেটে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম এভিজির ২০১৮ সাল পর্যন্ত মেয়াদ করার ক্র্যাকটি।
আমরা অনেকেই এভিজি ব্যবহার করি। তাদের মধ্যে যারা আগ্রহী, ডাউনলোড করে নিতে পারেন।
undefined

প্রথমে এভিজির সাইট থেকে ডাউনলোড করে নিন মূল সফটওয়্যারটি। এই লিঙ্ক থেকে
তার পর Activation code ডাউনলোড করে নিন এই লিঙ্ক থেকে
এরপর কোড এপ্লাই করুন। দেখবেন কাজ হয়ে গেছে।
undefined